২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে সম্প্রসারিত সেবা নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাপ ‘ডিক্লাউড’ শুভ-উদ্বোধন করা হয়েছে। এই মোবাইল অ্যাপসের মাধ্যমে নতুন হিসাব খোলা, বিভিন্ন হিসাবে ফান্ড ট্রান্সফার, কার্ড থেকে এ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান, মোবাইল রিচার্জ সেবার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগ সুবিধাও নিতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং বিশেষ অতিথি হিসেবে এক্সেনটেক পিএলসি এর সিইও এবং এমডি জনাব মোঃ আদিল হোসেন নোবেল, রেড ডট ডিজিটাল এর সিইও এবং এমডি জনাব হাসিব মুসতাবসির উপস্থিত ছিলেন । এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আবদুল আজিজ ও জনাব মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাপ ‘ডিক্লাউড’ এর উদ্বোধন

+ There are no comments
Add yours